ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বাজিতপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বুটঘর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মোস্তফা মীম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাজিতপুর-দিঘীরপাড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মীম উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মস্তু মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ছাত্রী।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, শিশু মীম সকালে স্কুল ছুটির শেষে বাড়ি ফেরা জন্য বাজিতপুর-দিঘীরপাড় সড়ক পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা মীমকে চাপা দেয়। এতে মীম গুরুতর আহত হয়। স্থানীয়রা মীমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।