ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ মালিকানায় মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, ডিসেম্বর ৯, ২০১৫
বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ মালিকানায় মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র

ঢাকা: বাংলাদেশ ও সিঙ্গাপুরের যৌথ মালিকানায় কক্সবাজারের মাতারবাড়িতে নির্মাণ করা হবে কয়লাভিক্তিক ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

এ বিষয়ে বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা চুক্তি সই (এমওইউ) করেছে বাংলাদেশ।



বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ৫০ শতাংশ অর্থায়ন করবে সিঙ্গাপুর এবং বাকি ৫০ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ। এর মালিকানায়ও থাকবে দু’দেশের সমান অধিকার। অর্থাৎ, বাংলাদেশ ও সিঙ্গপুর উভয় দেশ ৫০ শতাংশ করে মালিকানা পাবে।

বিদ্যুৎকেন্দ্রটি যৌথভাবে বাস্তবায়ন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ ও সিঙ্গাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেমবেকোর্প ইউটিলিটিজ লিমিটেড। ২০২২ সালে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআইএস/এএসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।