ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ৩ বাল্যবিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
গাংনীতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ৩ বাল্যবিয়ে

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার তিন গ্রামে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
 
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের বাল্য বিয়ে বন্ধ করার নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করা হয়।



উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রাধাগোবিন্দপুর ধলা বিলপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী দিলরুবা খাতুন, কাজীপুর গ্রামের নাহারুল ইসলামের মেয়ে কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শ্যামলী খাতুন এবং কাথুলী গ্রামের নজরুল ইসলামের মেয়ে গাঁড়াবাড়ীয়া -কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুকতারা খাতুনের বাল্য বিয়ে দেওয়া হচ্ছে, এমন খবরের ভিত্তিতে ইউএনও আবুল আমিন  সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে বাল্য বিয়ে বন্ধ ও পরবর্তীতে গোপনে বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করে দেন।

ইউএনও আবুল আমিন বাংলানিউজকে জানান, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলম হুসাইনকে ওই সব ওয়ার্ডের মেম্বরদের সঙ্গে নিয়ে বাল্য বিয়ে বন্ধের জন্য নির্দেশ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে এসব বাল্য বিয়ে বন্ধ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।