ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে চলছে ধোয়া-মোছার কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
জাতীয় স্মৃতিসৌধে চলছে ধোয়া-মোছার কাজ ছবি: সংগৃহীত

সাভার (ঢাকা): ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ধোয়া-মোছার কাজ চলছে। প্রতি বছরের মতো এবারও স্মৃতিসৌধের পাদদেশে ফুলদিয়ে যাথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে দিবসটি।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে স্মৃতিসৌধ ধোয়া-মোছার করতে দেখা যায়। এ সময় স্মৃতিসৌধ এলাকার ফুলের বাগান, সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন ঘাষ ও উদ্ভিদের পরিচর্যা করতেও চোখে পড়ে।

পরিচ্ছন্নতাকর্মী আমিরুল বাংলানিউজকে জানান, বিজয় দিবসে এখানে দেশের বড়-বড় মানুষ আসেন। তাই আমরা মনোযোগ দিয়ে নিয়ে ধোয়া-মোছার কাজ করছি, যেন কেউ এখানে এসে আপরিচ্ছন্ন পরিবেশ দেখতে না পান।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ধোয়া-মোছার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ১৩ ও ১৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, সার্বক্ষণিক পাহারার জন্য আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়াও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।