ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
মধুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি-সনাক মধুপুর ও কারিতাস-ইআইপিএলআর-এমজেএফ মধুপুর’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মধুপুর বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি।

সনাক সহ-সভাপতি এস.এম শহীদ ও কারিতাস’র এসিডিএফ হান্না রেমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, এনজিও ফোরাম সভাপতি তপন কুমার গুণ, আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরামের সভাপতি অজয় এ মৃ, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের জেপিও ওসমান গণি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সনাক সদস্য মারিয়া চিরান, মানবাধিকার কর্মী সার্জেন্ট (অব) গোলাম কিবরিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।