ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দূষণের দায়ে তিন কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
দূষণের দায়ে তিন কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুরে জলাশয় দূষণের দায়ে তিনটি কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



কারখানাগুলো হলো- গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান পশ্চিমপাড় এলাকার লতা ওয়াশিং প্ল্যান্ট, টঙ্গীর শিলমুন দক্ষিণ পাড়ার ন্যাশনাল ডিজাইন অ্যান্ড লল্ড্রি ও মাস্টার ডিজাইন লিমিটেড।

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে তিন কারখানার মালিক-প্রতিনিধিকে তলব করা হয়। পরে অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে এক শুনানি হয়। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য জলাশয়ে ফেলে পরিবেশ দূষণের দায়ে ওই তিন কারখানার মালিককে এই জরিমানা করা হয়।

এর মধ্যে, লতা ওয়াশিং প্ল্যান্টকে ৮ লাখ টাকা, ন্যাশনাল ডিজাইন অ্যান্ড লল্ড্রিকে ৩ লাখ টাকা এবং মাস্টার ডিজাইন লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘন্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।