ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে শিক্ষককে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
কমলনগরে শিক্ষককে কুপিয়ে জখম ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সিঁদ কেটে ঘরে প্রবেশ করে আবদুল মান্নান নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে।



আবদুল মান্নানকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনি চর কালকিনির আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আহত শিক্ষকের ভাতিজা মঞ্জুর আলম বাংলানিউজকে জানান, গভীর রাতে ৮/১০ জন দুর্বৃত্ত তার চাচাকে হত্যার উদ্দেশে সিঁধ কেটে ঘরে প্রবেশ করেন। তারা ঘুমন্ত অবস্থায় তার চাচাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় তার চাচীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি তারা জানেন না। তবে খোঁজ-খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।