ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ১ হাজার ৯২৫ রাউন্ড গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
নড়াইলে ১ হাজার ৯২৫ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সরকার পাড়ার এক বাড়িতে মাটি খোঁড়ার সময় এক হাজার ৯২৫ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন পাওয়া গেছে।

খবর পেয়ে শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পুলিশ এসে এসব গুলি উদ্ধার করে।



পুলিশ জানায়, সকালে সরকার পাড়ার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে একটি ভবন তৈরির জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। তিন ফুটের মতো খোঁড়ার পর এসব গুলি দেখতে পান তারা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  এক হাজার ৮৭৫ রাউন্ড এসএলআর, ৫০ রাউন্ড থ্রি নট থ্রি গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গুলিগুলোতে মরিচা ধরেছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গুলি মুক্তিযুদ্ধের সময়ের।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।