ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রাণের উচ্ছ্বাস পদ্মাপাড়ের মাওয়ায়

মাহমুদ মেনন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, ডিসেম্বর ১২, ২০১৫
প্রাণের উচ্ছ্বাস পদ্মাপাড়ের মাওয়ায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাওয়া (খানবাড়ি) থেকে: পদ্মাসেতুর নির্মাণ কাজ উদ্বোধন এরইমধ্যে হয়ে গেছে। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর মুখে দু’টি কথা শোনার।

সেই অপেক্ষা মাওয়াবাসীর। কেবল মাওয়াবাসীর কেন, দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার জনতা। পদ্মাসেতুর নির্মাণ কাজের উদ্বোধনী দিনে কে না সাক্ষী হয়ে থাকতে চায়।

তাই তারা ছুটে এসেছেন শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান, কেরাণীগঞ্জ থেকে। এছাড়াও পদ্মার ওপারের জাজিরা, মেঘনার ওপারের গজারিয়া থেকেও এসেছেন অনেকে। তাদের মুখে স্লোগান পদ্মা সেতু দেশের উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রীকে তারা বলছেন সেই উন্নয়নের পথপ্রদর্শক, পরিবর্তনের অগ্রদূত।

বিকেল ৩টায় শুরু হবে জনসভা। তার আগেই লোকে লোকারণ্য সমাবেশস্থল। কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন। সবাই আসছেন মিছিল নিয়ে। ঢোল বাজিয়ে, বাদ্যের তালে তালে আসছেন তারা।

জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঞ্চে এরইমধ্যে স্থানীয় নেতারা বক্তৃতা শুরু করেছেন। ইতোমধ্যে বক্তৃতা করেছেন খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-আলম খান লেলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফ।

এদিকে, মাওয়ায় পদ্মাপাড়ে প্রধানমন্ত্রী সুইচ টিপে উদ্বোধন করেন পদ্মার মূল সেতুর নির্মাণ কাজ। তার এ উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হয়ে গেছে পদ্মাসেতু নির্মাণের মূল কর্মযজ্ঞ।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোলিক হ্যামারে নদীর তলদেশে গভীর থেকে গভীরে প্রোথিত হচ্ছে পদ্মাসেতুর মূল পাইল। মাওয়া থেকে এক কিলোমিটার ভেতরে নদীর মাঝে এটি হতে যাচ্ছে সাত নম্বর পিলার।

উদ্বোধনের আগেই নদীর মাঝে গিয়ে পিলারের স্থানটিও দেখে আসেন প্রধানমন্ত্রী।

তারও আগে শনিবার (১২ ডিসেম্বর) সকালে হেলিকপ্টারযোগে জাজিরা পৌঁছে সেখানে পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের নদীশাসন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫/আপডেট ১৫০৪ ঘণ্টা
এমএমকে/এমইউএম/এইচএ/আরআই/এএ/এমএ

** স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণযজ্ঞ শুরু
** শুরু হলো পদ্মাসেতু নির্মাণের কর্মযজ্ঞ
** গোটা দুনিয়ায় বাংলাদেশ তার সামর্থ্য জানান দিচ্ছে
** পদ্মাসেতু নির্মাণে সবার সহযোগিতা কাম্য

** এ যেন বিজয়ের পর আরেকটি বিজয়

** পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
** দেশের নয়, আঞ্চলিক উন্নয়নও হবে
** মঞ্চের চারদিকে নিরাপত্তা বেষ্টনী
** কোনো কারণ ছাড়াই তারা দুর্নীতির অভিযোগ আনে
** পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
** জাজিরায় সুধী সমাবেশ চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।