ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদা না পেয়ে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
চাঁদা না পেয়ে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

পাবনা: চাঁদা না পেয়ে পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর গ্রামে শাকিল আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মধুপুর গ্রামের রহিম মোল্লা নামে এক ব্যক্তির নার্সারি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় তার চোখ দুটি উপড়ানো অবস্থায় ছিল।

শাকিল ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে ও আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

শাকিলের দুলাভাই বকুল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শাকিল বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিল। এ সময় মোবাইল ফোনে কেউ তাকে ডাকলে খেলা বাদ দিয়ে চলে যায়। রাতে এক ব্যক্তি মোবাইল ফোন শাকিলের মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে।

পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে আতাইকুলা থানায় বিষয়টি জানায়। শনিবার দুপুরে  মধুপুর গ্রামের রহিম মোল্লার আম বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।