ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চাঁদপুর কাগজের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, ডিসেম্বর ১২, ২০১৫
চাঁদপুর কাগজের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের বহুল প্রচারিত সাপ্তাহিক চাঁদপুর কাগজের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ১টায় চাঁদপুর জমিন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।



আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জমিন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুনাওয়ান কাননের সভাপতিত্বে এবং বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা যুবলীগের সাবেক সধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, ব্যবসায়ী সারোয়ার হোসেন গাজী, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন নান্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।