ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চান্দিনা মুক্ত দিবস পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, ডিসেম্বর ১২, ২০১৫
চান্দিনা মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চান্দিনা মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি চান্দিনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা এম.এ গাফ্ফার ও মুক্তিযোদ্ধা খলিল বাঙ্গালি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।