ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শালিখায় ৫ স’মিলে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, ডিসেম্বর ১২, ২০১৫
শালিখায় ৫ স’মিলে জরিমানা

মাগুরা: মাগুরার শালিখায় লাইসেন্স না থাকার দায়ে পাঁচটি স’মিলে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ ডিসেম্বর) দুপ‍ুরে মাগুরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ এ জরিমানা করেন।



এর আগে দুপুর ২টা পর্যন্ত সীমাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় তার সঙ্গে ছিলেন মাগুরার বন কর্মকর্তা মহিউদ্দীন হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে বলেন, লাইসেন্স না থাকার কারণে চারটি স’মিলের মালিককে পাঁচ হাজার করে ২০ হাজার টাকা এবং অপর একটি স’মিলের মালিককে তিন হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।