ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ইসকন মন্দির হামলা

জড়িত সন্দেহে গাইবান্ধায় আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জড়িত সন্দেহে গাইবান্ধায় আটক ৫ ছবি: প্রতীকী

গাইবান্ধা: দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গাইবান্ধার পলাশবাড়ী থেকে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন- হামলার পর ঘটনাস্থল থেকে আটক শরিফুল ইসলামের বাবা, তার বন্ধু ও প্রতিবেশী ইকবালসহ (৪৯) পাঁচ জন।

ওসি বলেন, শুক্রবার রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা পলাশবাড়ী থানায় আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে শরিফুলকে আটক করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শরিফুলের বাবা, তার বন্ধু ও প্রতিবেশী ইকবালসহ (৪৯) পাঁচজনকে আটক করা হয়। আটক ইকবাল  মনোহরপুর কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী। তার বাড়ি থেকে সরকারি ওষুধ ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
 
তদন্তের স্বার্থে আটক অন্য ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাচ্ছেনা বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।