ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সংবাদ প্রকাশের জের

খাগড়াছড়িতে বাংলানিউজের সাংবাদিককে হত্যার হুমকি মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
খাগড়াছড়িতে বাংলানিউজের সাংবাদিককে হত্যার হুমকি মেয়রের মেয়র রফিকুল আলম ও সাংবাদিক অপু দত্ত

ঢাকা: সংবাদ প্রকাশের জেরে খাগড়াছড়িতে কর্মরত বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট অপু দত্তকে হত্যার হুমকি দিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র ও এবারের প্রার্থী রফিকুল আলম। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপু দত্ত।



শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ১১ মিনিটে মুঠোফোনে অপু দত্তকে হত্যার হুমকি দেন পৌর মেয়র।

গত ০১ ডিসেম্বর বাংলানিউজে ‘এক পুকুরে বহুতল ভবন অন্য পুকুরে কফি শপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শহরের দু’টি পুকুর জবরদখল করে খাগড়াছড়ি পৌরসভার ভরাটের ছবি সম্বলিত বিস্তারিত তথ্য ছিল। মেয়রের সঙ্গে কথা বলে তার বক্তব্যও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

বিষয়টি নিয়ে শুক্রবার রাত ৯টা ১১ মিনিটে খাগড়াছড়ি পৌরসভার মেয়র এবং আসন্ন নির্বাচনে নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল আলম মোবাইলে ফোন করেন সাংবাদিক অপু দত্তকে। তিনি অপুকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন।

এ বিষয়ে শনিবার (১২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক অপু দত্ত। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুদ্দিন ভূঁইয়া।

মেয়র প্রার্থী রফিকুল আলমের সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এএসআর

** এক পুকুরে বহুতল মার্কেট, অন্য পুকুরে কফি হাউস!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।