ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

শেষ হলো খুবির ভর্তি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
শেষ হলো খুবির ভর্তি পরীক্ষা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

ভর্তি পরীক্ষার শেষ দিন শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুল, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুল এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।



পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।

এসময় ট্রেজারার খান আতিয়ার রহমান, সংশ্লিষ্ট স্কুলের ডিন যথাক্রমে প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার ও প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমান উপস্থিত ছিলেন।
 
পরে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে অপেক্ষমান বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের সঙ্গে পরীক্ষার পরিবেশসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

এসময় স্থানীয় ও খুলনার বাইরে থেকে আসা অভিভাবকদের অনেকেই শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে তাদের সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সাতক্ষীরার পারুলিয়া থেকে আসা অভিভাবক শেখ আইয়ুব আলী তার প্রতিক্রিয়ায় জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ব্যবস্থাপনা খুবই সুন্দর।

সিলেট থেকে আসা অভিভাবক শমসের আলী চৌধুরী জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই, হানাহানি নেই, সেশনজট নেই- তাই মেয়েকে নিয়ে এসেছি পরীক্ষা দিতে। এখানে সুযোগ পেলে ভর্তি করাবো। এতে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো।

এমন অনেক অভিভাবকই এ ধরনের মন্তব্য করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করেন।

এবার ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্যহারে মেয়েদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল ছাড়া অন্য চারটি স্কুল ও একটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের উপস্থিতি বেশী ছিলো। কলা ও মানবিক স্কুল, সমাজ বিজ্ঞান স্কুল ও চারুকলায় মেয়েদের উপস্থিতি ছেলেদের তুলনায় পাঁচ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
 
এদিকে, উপাচার্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সবাই ও সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কেসিসি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ সবমহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমআরএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।