ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
মণিরামপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

যশোর: যশোরের মনিরামপুর উপজেলায় সবুজ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।



মৃত সবুজ হোসেন উপজেলার ডুমুরখালী গ্রামের আকবর হোসেনের ছেলে ও ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের ছাত্র।

মৃতের ভাই রাকিব হোসেন ও মামা রুহুল আমিন বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে সবুজ স্থানীয় ডুমুরখালী বাজারে যায়। এ সময় ওই এলাকার বুলু মিয়ার ছেলে গোলাম মোস্তফা ও তার ভাই জসিম উদ্দিন পূর্ব শত্রুতার জের ধরে সবুজের ওপর হামলা করে কুপিয়ে জখম করে। সন্ধ্যায় হাসপাতালে সবুজের মৃত্যু হয়।

মনিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রমজান আলী বাংলানিউজকে জানান, সবুজের সঙ্গে জসিমের বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে নেশা করতো বলে জানা গেছে। সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। বিকেলে সবুজ মোটরসাইকেল নিয়ে ডুমুরখালী বাজারে গেলে জসিম ও তার ভাই দা দিয়ে সবুজের ঘাড়ে কোপ দেন।

স্থানীয়রা সবুজকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই সবুজের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।