ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে প্রতারক শাহজাহান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
লক্ষ্মীপুরে প্রতারক শাহজাহান কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শাহজাহান (৪৫) নামে এক প্রতারককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।



এর আগে, পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শনিবার ( ১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রাম থেকে শাহজাহানকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক শাহজাহান ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বাংলানিউজকে জানান, একই গ্রামের ইউছুফের ছেলে মাজহারুল ইসলামকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে শাহজাহান নগদ ১ লাখ ও ১ লাখ টাকার একটি চেক হাতিয়ে নেয়। পরে মাজহারুলকে চাকরি দেননি তিনি। এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলায় অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকাসহ শাহজাহানকে আটক করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএটি/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।