ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ফিরলেন অর্জুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ফিরলেন অর্জুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: দুর্বৃত্তদের এক লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকের কাকড়া ব্যবসায়ী অর্জুন গাইন (৪২)।

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন টেংরাখালী এলাকা থেকে অপহৃত কাকড়া ব্যবসায়ী অর্জুন গাইনকে শনিবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে খুলনার চালনা এলাকায় ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

গত ২৪ নভেম্বর ভোরে তাকে অপহরণ করা হয়েছিল।

রোববার(১৩ ডিসেম্বর) দুপুরে খুলনার চালনা এলাকা থেকে ভাইকে বাড়ি নিয়ে আসার পথে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অর্জুন গাইনের ভাই বাঞ্চ গাইন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্জন গাইনকে ফোন করে ডেকে নিয়ে গত ২৪ নভেম্বর সুন্দরবন সংলগ্ন টেংরাখালী এলাকা থেকে অপহরণ করা হয়। এ দিন তার চোখ বেঁধে ঘরের মধ্যে আটকে রাখা হয়।

পরদিন তাকে ট্রলারে করে সুন্দরবনের মধ্যে নিয়ে যায় দুর্বৃত্তরা। ২৬ নভেম্বর অর্জুনের স্ত্রী নমিতা বাইনের কাছে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।

পরে কোনো কূল-কিনারা না পেয়ে দাবিকৃত ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় অর্জুনের পরিবার। দুর্বৃত্তরা মুক্তিপণ পেয়ে ১২ ডিসেম্বর রাতে খুলনার চালনা এলাকায় একটি জেলে নৌকায় অর্জুনকে তুলে দেন। সেখান থেকে বাড়িতে ফোন করলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসেন।

অর্জুন গাইনের ভাই বাঞ্চ গাইন জানান, শ্যামনগরে ফিরে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।