ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় জাকারিয়া হত্যাকারী মুক্তার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ডিসেম্বর ১৩, ২০১৫
চুয়াডাঙ্গায় জাকারিয়া হত্যাকারী মুক্তার গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাউল জাকারিয়া ফকির হত্যাকাণ্ডের মূলহোতা মুক্তার হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(১৩ ডিসেম্বর) ভোরে মেহেরপুর জেলার দরবেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মুক্তারসহ তিনজন জাকারিয়া ফকির হত্যাকাণ্ডে অংশ নেয়। হত্যার পর তারা পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে পান ব্যবসায়ী কৃষক জাকারিয়া ফকিরকে নৃংশসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।