ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অস্ত্রসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ফেনীতে অস্ত্রসহ আটক ৩

ফেনী: ফেনী শহরতলীর কাজিরবাগ ইউনিয়ন থেকে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) সদস্যরা।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে ইউনিয়নের পূর্বকাজিরবাগের ছিলোনীয়া খালের পাশ থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-পূর্বকাজিরবাগ এলাকার এরশাদ উল্লাহর ছেলে এমরান (৩০), শাহ জালালের ছেলে সোহেল (২৪) ও মিজানুর রহমান ওরফে দয়ালের ছেলে স্বপন (২০)। দুপুরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পূর্ব কাজিরবাগের ছিলোনীয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। এ সময় দেশীয় তৈরি একটি শ্যুটারগান, একটি এলজি, একটি রামদা, এক রাউন্ড গুলি ও চার রাউন্ড কার্তুজসহ তিন যুবককে আটক করা হয়।

ফেনী র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মোজাম্মেল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।