ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ছিনতাইকারীর গুলিতে বিকাশ কর্মী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
কালীগঞ্জে ছিনতাইকারীর গুলিতে বিকাশ কর্মী আহত

গাজীপুর: জেলার কালীগঞ্জে ছিনতাইকারীর গুলিতে বিকাশ এজেন্টের এক কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


 
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহত বিকাশ কর্মীর নাম মো. সেলিম মিয়া (৩২)। তিনি কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের মো. নেয়ামত উল্লার ছেলে।
 
কালীগঞ্জ উপজেলার বিকাশ সুপারভাইজার মো. সাহেদ ও এলাকাবাসী জানান, বিকাশ কর্মী সেলিম ও সাব্বির দুপুরে মীরেরবাজার এলাকা থেকে মোটর সাইকেলযোগে কালীগঞ্জে আসছিলেন। এ সময় তিনটি মোটর সাইকেলযোগে ছয় সশস্ত্র যুবক তাদের পিছু নেয়। পথে যুবকরা টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী শিমুলিয়া এলাকায় বিকাশ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে সেলিম বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হন। এসময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ছিনতাইকারীরা সেলিমের সঙ্গে থাকা সাব্বিরের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 
স্থানীয়রা গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সাহেদ আরো জানান, ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিতে পারেনি। তবে টাকার ব্যাগ ভেবে ছিনতাইকারীরা লিফলেট ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আওরঙ্গজেব জানান, গুলি একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে (সেলিম মিয়া) ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তবে বিকাশ কর্মী গুলিবিদ্ধ সংক্রান্ত কোনো ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।