ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

জমছে সাভার পৌরসভা নির্বাচনের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জমছে সাভার পৌরসভা নির্বাচনের প্রচারণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে ঢাকার সাভারে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দ না হলেও এরইমধ্যে প্রার্থীরা সকলের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও মহামূল্যবান ভোট প্রার্থনা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে পুরো সাভার পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

রোববার (১৩ ডিসেম্বর) সাভার পৌর এলাকায় দেখা যায়, প্রায় সব প্রার্থী সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে ছুটে তাদের দোয়া-আশীর্বাদ ও ভোট প্রার্থনা করছেন। হাত মিলিয়ে চাইছেন সমর্থন। ছুটে চলেছেন মহল্লার একপ্রান্ত থেকে অপরপ্রান্ত।

প্রায় সব প্রার্থীই ভোটারদের বিচার-বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। একইসঙ্গে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার সর্বাত্মক চেষ্টা করছেন।

প্রার্থীদের প্রায় সবাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করছেন।

রোববার প্রচারণা চালাতে দেখা যায় বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাকেও। তাকে দেখা যায়, নির্বাচনী প্রচারণায় উন্নয়নের আশ্বাস দিতে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।