ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্যাঙ্কলরি চাপায় যুবকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পার্বতীপুরে ট্যাঙ্কলরি চাপায় যুবকের মৃত্যু ছবি : প্রতীকী

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ট্যাঙ্কলরি চাপায় আব্দুল জলিল (৩৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পার্বতীপুরের যশাই-আমবাড়ী সড়কের কুতুবপুর মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত আব্দুল জলিল পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার মধ্য কচুয়াপাড়া গ্রামের বাসিন্দা।  
 
পুলিশ জানায়, সকালে যশাই-আমবাড়ী সড়কে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল জলিল। কুতুবপুর মাদ্রাসা মোড়ে একটি ট্যাঙ্কলরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   
 
ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্যাঙ্কলরি আটক করা হয়েছে।
 
পার্বতীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজান এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।