ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অগ্রিম কর কেন অবৈধ নয়- জানতে চেয়ে রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
অগ্রিম কর কেন অবৈধ নয়- জানতে চেয়ে রুল ফাইল ফটো

ঢাকা: প্রাইভেট কার, জিপ এবং মাইক্রোবাস মালিকদের কাছ থেকে অগ্রিম কর (এ‌আইটি) নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
 
জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জেএন দেব চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


 
আদালতে রিট আবেদনের পক্ষে ‍শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ ও সাকিনা বেগম।
 
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, অর্থ সচিব ও এনবিআর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বল‍া হয়েছে।
 
আদেশের পর মাসুদ আহমেদ সাঈদ বাংলানিউজকে বলেন, সিসি ভেদে এ তিন প্রকার গাড়ি থেকে অগ্রিম কর নেওয়া হয়।

১৫০০ সিসি পর্যন্ত মোটর কার, জিপ ১৫ হাজার, ২০০০ সিসি ৩০ হাজার, ২৫০০ সিসি ৫০ হাজার, ৩ হাজার সিসি ৭৫ হাজার, ৩৫০০ সিসি ১ লাখ ও ৩৫০০ সিসির উপরে এক লাখ ২৫ হাজার টাকা আয়কর দিতে হবে।

মাইক্রোবাস প্রতিটির জন্য ২০ হাজার টাকা। তবে একই ব্যক্তির একাধিক গাড়ির প্রতিটির জন্য ৫০ শতাংশ বেশি আয়কর দিতে হবে।
 
যা ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স ১৯৮৪-এর ২ (৩৪) ও (৪৬) এবং ২০ বিধির পরিপন্থি।
 
আদালতে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet