ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ফারুকের মৃত্যুর প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সাংবাদিক ফারুকের মৃত্যুর প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এসব কর্মসূচিতে অংশ দেন বগুড়ার সাংবাদিকরা।



বিইউজ’র সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, কমলেশ মোহন্ত সানু, সবুর আল মামুন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, শংসপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল বর্মণ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত প্রাণ হারাতে হচ্ছে ঘাতক পরিবহন চালকদের কারণে। প্রতিটি মৃত্যুই যেন হত্যাকাণ্ডে রূপ নিয়েছে।

সড়ক দুর্ঘটনার নামে এসব হত্যাকাণ্ড বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণের পাশাপাশি সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুককে চাপা দেওয়া ট্রাক চালককে আটক করে আইনের আওতায় নেওয়ার দাবি জানান বক্তারা।

একইসঙ্গে তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিইউজের সাবেক সভাপতি এএইচএম আকতারুজ্জামান, দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।