ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহান বিজয় দিবসে দেশবাসীকে জাতীয় প্রেস ক্লাবের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মহান বিজয় দিবসে দেশবাসীকে জাতীয় প্রেস ক্লাবের শুভেচ্ছা ফাইল ফটো

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে পেশাজীবী সাংবাদিক সমাজ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এ শুভেচ্ছা বাণী জানান।



এতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বাধীনতার পূর্ণাঙ্গ আকাঙ্খা বাস্তবায়নে পেশাজীবী সাংবাদিক সমাজ এবং দেশবাসীকে জোর প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি রক্তস্মৃতি বিজড়িত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত লাখো শহীদের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

বিজ্ঞপ্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানায় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। একইসঙ্গে চার লক্ষাধিক মা-বোনের আত্মত্যাগ এবং সাংবাদিকসহ শহীদ বুদ্ধিজীবীদের হারানোর বেদনায় আমরা ব্যথিত, উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।