ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে বাড়ি হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে বাড়ি হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বিজয়ের ৪৫ বর্ষে এসে বাড়ি পেলেন মুক্তিযুদ্ধে পা হারানো বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নায়েব সুবেদার নাজিম উদ্দিনের (বীর বিক্রম) পরিবার।

আর বাড়িটি নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মাণ করে দিলেন ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৩০) সদস্যরা।



বিজয় দিবসের প্রাক্কালে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী বেলাতুন্নেসার হাতে হস্তান্তর করেন বিজিবি উত্তর পশ্চিম রিজিওনের রিজিওন কমান্ডার (রংপুর) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান।
 
শহরের সত্যপীর এলাকায় ওই বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল লুৎফুল কবির ভূঁইয়া, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস,  ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তুষার ইফনুস, ১৮ পঞ্চগড় ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, ৫৬ নীলফামারী ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সারওয়ার হোসেন, ৩০ বিজিবির ইন্ট অফিসার মেজর তৌহিদ ও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক।

বিজিবি, বীর বিক্রমের পরিবার ও মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক তথ্য সূত্রে জানা যায়, ১৯৭১ সালে তদানিন্তন পাকিস্তানি বাহিনী ইপিআরে দিনাজপুর কুঠিবাড়িতে কর্মরত থাকাকালে তিনি পাকিস্তানি পক্ষ ত্যাগ করে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।
 
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারীতে সম্মুখযুদ্ধে পাক বাহিনীর গুলিতে তার পা উড়ে যায়। সে অবস্থায়ই তিনি বীরত্বের সঙ্গে তিন থেকে চার ঘণ্টা যুদ্ধ চালিয়ে প্রায় আধ ঘণ্টা ক্রলিং করে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হন। পরবর্তীতে ভারতের বারাকপুর হাসপাতালে কৃত্রিম পা সংযোজন করে তিনি ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন দেশে ফিরে তখনকার বিডিআরে যোগ দেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।