ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলিতে বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
হিলিতে বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

হিলি(দিনাজপুর): ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি নাগরিক রতন কুণ্ডুকে (৩০) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে তাকে ফেরত দেওয়া হয়।

ফেরত আসা যুবক হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার স্বর্গীয় কানাই লাল কুণ্ডুর ছেলে।

এর আগে সীমান্তের বিজিবি চেকপোস্টে দুই বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি ইমামুল হক এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী।

এ সময় সেখানে উভয় বাহিনীর সৈনিকরাও উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আতাহার আলী বাংলানিউজকে বলেন, ওই যুবক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা সকাল ৭টায় তাকে আটক করে আমাদের অবহিত করে। পরে ওই যুবকের নাম ঠিকানা নিশ্চিত হওয়ার পরে বিকেলে বিএসএফের সঙ্গে বৈঠক হয়। পরে তারা ওই যুবককে আমাদের কাছে ফেরত দেয়।

কাগজপত্রের প্রক্রিয়া শেষে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।