সিলেট: রাজধানী ঢাকার সাভারের মতো এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিসৌধ নেই। তাতে কী? শহীদদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে নগরবাসী ছুটে এসেছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
ফুলে ফুলে সজ্জ্বিত শহীদ মিনার বেদি। এখানে এসে সবাই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশ মাতৃকার বীর সেনানীদের। যাদের রক্তের বিনিমিয়ে আজকের এই বাংলাদেশ, এই বিজয়ের দিন।
বুধবার (১৬ ডিসেম্বর) নগরীতে সকাল ১১টায় বের হয় বিজয় র্যালি। কোনো আন্দোলন বা দাবি আদায়ে নয়। মিছিলে মিছিলে একাকার হয় সিলেট নগরী।
৪৫তম মহান বিজয় র্যালি ও শোভা যাত্রায় হাজার-হাজার মানুষের বাধভাঙা উচ্ছ্বাস নিয়ে প্রদক্ষিণ করেন নগরীর বিভিন্ন সড়ক। সবার গন্তব্য একটাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
বিজয় র্যালি ও শোভা যাত্রায় অংশ নেয় সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরমধ্যে বঙ্গবন্ধু পরিষদ, সিলেট জেল ও মহানগর হকার্স লীগ, জেলা ট্রাক পরিবহণ শ্রমিক লীগ, জাতীয় রিকশা শ্রমিক লীগ, সবুজ সেনা যুব সংঘ, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন, ২৩ নং ওয়ার্ড শ্রমিক লীগ, মহানগর জাতীয় শ্রমিক লীগ, বিটিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ), জাতীয় শ্রমিক লীগ ৪নং ওয়ার্ড, ব্যংক কর্মচারী ফেডারেল জেলা শাখা, ২৫ ও ২৬ নং ওয়ার্ড শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক লিমিটেড, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগ, জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক লীগ, ৬নং ওয়ার্ড শ্রমিক লীগ উল্লেখযোগ্য।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টায় সিলেট নগরীর আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া, সিলেটের সবকটি সিনেমা হলে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন হচ্ছে দিবসটি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এনইউ/টিআই