সৈয়দপুর (নীলফামারী): দীর্ঘ ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তির পর এবারই প্রথম বাংলাদেশের সঙ্গে মিশে যাওয়া নীলফামারীর ডিমলা উপজেলার সদ্য বিলুপ্ত চারটি ছিটমহলের নতুন বাসিন্দারা বিজয় দিবস উদযাপন করছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বিলুপ্ত ছিটবাসীরা জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে।
কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সকালে তারা একটি বর্ণাঢ্য ৠালি বের করে। বাঙালির এ বিজয় উল্লাস ভাগাভাগি করে নিতে বিলুপ্ত ছিটমহলের আশপাশের স্থানীয় বাসিন্দারাও বিজয় র্যালিতে অংশ নেন।
এ জেলা চারটি বিলুপ্ত ছিটমহল ২৮ নম্বর বড়খানকীবাড়ি, ২৯ নম্বর বড়খানকীবাড়ি গীতালদহ, ৩০ নম্বর বড়খানকীবাড়ী খারিজা গীতালদহ ও ৩১ নম্বর নগর জিগাবাড়ি ছিটমহলের ১১৯ পরিবারের ৫৪৫ জন বাসিন্দারা একত্রিত হয়ে বড়খানকীবাড়ি গীতালদহ মাঠে বিজয় দিবস উদযাপন করছে।
সকাল থেকে শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফায়সাল মুন, বিলুপ্ত ছিটবাসীদের প্রধান মিজানুর রহমান, মতিয়ার রহমান, ফরহাদ হোসেন,জয়নাল আবেদীন প্রমুখ।
বিকেলে রয়েছে আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ