ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন বাংলাদেশিরা শুধু বিজয়ের নয় উন্নয়নেরও অংশীদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
নতুন বাংলাদেশিরা শুধু বিজয়ের নয় উন্নয়নেরও অংশীদার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিরা শুধু বিজয়ের অংশীদার নয় তারা উন্নয়নেরও অংশীদার।

বুধবার (১৬ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলের নতুন বাংলাদেশিদের প্রথম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের এক বিস্ময়কর রোল মডেল।

এ সময় নতুন বাংলাদেশিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আপনাদেরও ছিল অকুন্ঠ সমর্থন, তাইতো লাল-সবুজের এ দেশকে আপনারও ধারন করেছিলেন হৃদয়ের গভীরে।

তিনি বলেন, দেশ জুড়ে আজ যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই ধারায় আপনারাও শামিল।

এ সময় উপস্থিত ছিলেন-পঞ্চগড় ১-আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড় ২-আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, গ্রামীনফোনের প্রধান নির্বাহী রাজীব শেঠী, চ্যানেল আইয়ের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।

ভিডিও:


বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

** পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলে বিজয় দিবস উদযাপন


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।