ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাভারে ‘জয়-এ বিজয়ের আনন্দ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, ডিসেম্বর ১৬, ২০১৫
সাভারে ‘জয়-এ বিজয়ের আনন্দ’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে পর্যটন করপোরেশনের উদ্যোগে সাভারের জয় রেস্তরাঁয় ‘জয়-এ বিজয়ের আনন্দ’ শীর্ষক এক ওপেন এয়ার দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানটিতে পারভেজ আহমেদ চৌধুরীর উপস্থাপনায় দেশের গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর, আনিমা মুক্তি গোমেজ, আবু বকর সিদ্দিক।

এছাড়া অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য, আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।