বাগেরহাট: বিজয় দিবসে বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে চিতলমারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ভাস্কর্যটি উদ্বোধন করেন।
পরে উপজেলায় একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজা, সংরক্ষিত মহিলা আসনের এম.পি হ্যাপী বড়াল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বি এম মোজাম্মেল হক, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রোকা মিয়া, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যারা বাধা দিচ্ছে তারা দেশ বিরোধী, পাকিস্তানের এজেন্ট। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর ও চলমান থাকায় দেশ বিরোধীরা নানা উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে।
স্বাধীনতা বিরোধীদের নির্মূল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসে শিক্ষার্থীরা সেবা পাচ্ছে। তাদের কষ্ট করে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিতে হচ্ছে না।
তিনি আরো বলেন, সব ষড়যন্ত্র পেরিয়ে আজ পদ্ম সেতুর কাজ শুরু হয়েছে। স্বপ্নের এ পদ্মাসেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।
এর আগে বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আয়োজিত শেখ হেলাল উদ্দীন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন এমপি হেলাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ