ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
দুর্গাপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ নসিমনের চাকায় পিষ্ট হয়ে লাইলী বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, লাইলী বেগম তার স্বামী আইয়ুব আলীর সঙ্গে তাহেরপুর মেয়ের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তারা নসিমন করে বাগমারা উপজেলার তাহেরপুর কেকারুতলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি নসিমন ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন স্বামী আইয়ুব আলীও।

পরে তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক নসিমনটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।