ঢাকা: ‘সৎ লোকের শাসন চাই ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ দাবিতে মানববন্ধন করেছে ‘দুর্নীতি প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠন।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর এখন পর্যন্ত এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এসব অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। অর্থ পাচারের সঙ্গে যারা জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
পাশাপাশি জড়িতদের নামের তালিকা দেশবাসীর কাছে প্রকাশের দাবিও জানিয়েছেন বক্তারা।
রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা নিষ্পত্তি বা প্রত্যাহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অতীতে যেসব বড় বড় দুর্নীতির মামলা রাজনৈতিক বিবেচনায় ও ক্ষমতার অপব্যবহার করে নিষ্পত্তি বা প্রত্যাহার করা হয়েছে, সেসব মামলা পুনরায় চালু করে দায়ীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
সংগঠনের আহ্বায়ক হারুন অর-রশিদ খানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি আন্দোলনের নেতা জালালউদ্দিন মজুমদার, নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দিন, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী শ্রমজীবী আন্দোলনের উপদেষ্টা ওয়িজ উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
টিএইচ/জেডএস