ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে বিজিবি দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
শ্রীমঙ্গলে বিজিবি দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): নানা আয়োজনের মধ্যদিয়ে শ্রীমঙ্গল সেক্টরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২০ ডিসেম্বর) ফজরের নামাজ শেষে মিলাদ মাহফিল করে শ্রীমঙ্গলস্থ বিজিবি-৪৬ ব্যাটেলিয়ন।

পরে সকাল ১১টায় দরবার হলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।

দুপুরে দরবার হলে আমন্ত্রিত অতিথি, বিজিবির কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দীন আহমেদ পিএসসি, উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আর মাহমুদ, উপ-অধিনায়ক মেজর শাহেদ মেহের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খায়রুল ইসলাম, বিজিবি-৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন পিএসসি, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মনিরুজ্জামান প্রমুখ।

বেলা ৩টায় শ্রীমঙ্গল সেক্টর মাঠে বিজিবি সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বিবিবি/টিআই
 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।