ঢাকা: রাজধানী ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত শীর্ষ পর্যায়ের সীমান্ত-আলোচনা সভা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ বৈঠক শেষ হবে আগামী ২৭ ডিসেম্বর।
ছয় দিনের এ বৈঠকে যোগ দিতে বাংলাদেশে আসছে ২৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল। দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) মহাপরিচালক ডিকে পাঠক। তার সঙ্গে যোগ দেবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও সীমান্তে আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার লোকজন।
অপরদিকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
সূত্র জানায়, বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার, নারী ও শিশু পাচার রোধসহ সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো নিয়ে উভয়পক্ষ আলোচনা করবেন।
ভারত চাইছে সীমান্ত দিয়ে গরু পাচার একেবারে বন্ধ করতে। অন্যদিকে বাংলাদেশের দাবি, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ। ভারতীয় প্রতিনিধি দলের ২৭ ডিসেম্বর ঢাকা ছাড়ার আগের দিন ২৬ ডিসেম্বর সংলাপের ওপর যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
এছাড়া বিজিবি-বিএসএফ আগামী মাসে সুন্দরবন অঞ্চলে প্রথমবারের মতো যৌথ মহড়ার আয়োজন করেছে।
বাংলাদেশ কয়েকদিন আগে আসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা উলফার শীর্ষ কর্মকর্তা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছে।
গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ও অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের পর দু’দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে।
পাশাপাশি, দীর্ঘদিন ধরে আটকে থাকা ছিটমহল হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ফলে, দু’দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। এই সময়ে এ বৈঠক অত্যন্ত গুরুত্ব বহন করবে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএস/এএ