ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজি ম্যানশনে আগুন

জ্ঞান হারিয়ে চিকিৎসকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জ্ঞান হারিয়ে চিকিৎসকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মতিঝিলের বলাকা অফিসের পাশে হাজি ম্যানশন ভবনে লাগা আগুনের ধোঁয়ায় জ্ঞান হারিয়ে মারা যাওয়া ব্যক্তি চিকিৎসক বলে তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

ওই চিকিৎসকের নাম অধ্যাপক ডা. এস এম শাহনেওয়াজ দ্বীন তবীব (৪৫)।

তিনি রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত মিরপুর শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ‍ও শিশু হাসপাতালের অধ্যাপক এবং শিশু বিভাগের পরিচালক।

এছাড়া তিনি পল্টনে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালট্যান্ট হিসেবে দায়িত্বরত ছিলেন বলেও জানা গেছে।

সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা তার পরিচয় নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের সময় তিনি ওই ভবনের একটি ব্যাংকে ছিলেন। অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত নামার সময় পা পিছলে পড়ে গিয়ে অচেতন হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সদর দফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, আগুনের ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেললে ফায়ার সার্ভিস কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে‍ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলা পৌনে ১২টার দিকে হাজি ম্যানশন ভবনে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসজেএ/জেডএস/এএসআর

** মতিঝিলের হাজি ম্যানশন ভবনে অগ্নিকাণ্ড
** মতিঝিলের হাজি ম্যানশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।