ঢাকা: স্থানীয় ভূমিদস্যু এমদাদ চৌধুরী ও হাসিনা বেগমের হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে দিনাজপুরের ৫৫টি সংখ্যালঘু পরিবার।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অন্তত কুমার রায়। তিনি বলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর চন্ডিপুর ইউনিয়নে গত ৭ পুরুষ ধরে পরিবারগুলো বাস করে আসছে। তাদের জমির পরিমাণ প্রায় সাড়ে ২৫ একর। পরিবারগুলো বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এ জমিতে বসতভিটা ছাড়াও রয়েছে আবাদি জমি ও মন্দির।
তিনি বলেন, ভূমিদস্যুরা ভুয়া কাগজপত্র তৈরি করে ও সন্ত্রাসী দিয়ে হয়রানি, মারধরের মাধ্যমে তাদের ভিটেমাটি ছাড়া করার চেষ্টা করছে। প্রশাসনের সহায়তায় তারা এসব করছে। আমরা সংখ্যালঘু হওয়ার সুযোগে আমাদের পুড়িয়ে হত্যা, স্ত্রী-মেয়েদের ধষর্ণ ও দেশ থেকে তাড়ানোর হুমকি দিচ্ছে। তাদের ভয়ে সংখ্যালঘুরা পালিয়ে বেড়াচ্ছে। প্রশাসন আমাদের কোন সহায়তা করছে না। যদি কোন সমাধান না হয় তাহলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। ভূমিদস্যুদের হাত থেকে এ পরিবারগুলোকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকটি সংখ্যালঘু সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্তরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘন্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরইউ/আরআই