ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে আন্না মিয়া স্মরণে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
শ্রীপুরে আন্না মিয়া স্মরণে দোয়া মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার শ্রীপুরে দিনব্যাপী ইসলামী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিশিষ্ট সমাজসেবক মরহুম আন্না মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার তারাউজিয়াল আন্না মিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি অব. শিক্ষা অফিসার মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ মো. ফজলুল হক, মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আক্তার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিহুল আজম, আন্না মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান মামুন, সহ-সভাপতি তানিসুজ্জামান সায়মন, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. আশিকুজ্জামান জিন্নাহ, সাধারণ সম্পাদক, ড. আমিনুজ্জামান জাফর ও সারোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেরাত, হামদ, নাত, ইসলামী গজল, আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে আন্না মিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সবশেষে অতিথিরা মাদ্রাসা চত্বরে বৃক্ষরোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।