ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই ওসিকে প্রত্যাহারে আইজিপিকে নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
দুই ওসিকে প্রত্যাহারে আইজিপিকে নির্দেশ ইসির

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান।

নির্দেশনাটি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠিয়েছে ইসি।
 
এতে বলা হয়েছে- পৌরসভা নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনি থানার ওসি এবং মৌলভীবাজার জেলার কুলাউরা থানার ওসিকে তাৎক্ষণিকভাবে নিজ নিজ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ হেড-কোয়ার্টারে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দুই থানায় উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্যও বলা হয়েছে।
 
জানা যায়, ওই দুই কর্মকর্তার নামে বিভিন্ন সময় আসা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে।
 
আগামী ৩০ ডিসেম্বর (বুধবার) দেশের ২৩৪ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৯২৩ এবং কাউন্সিলর পদে ১১ হাজার ১২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচনে প্রায় ৭২ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ নির্বাচনে সাড়ে তিন হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ইইউডি/আইএ

** সামাজিক অনুষ্ঠানেও নজরদারিতে প্রার্থীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।