ফরিদপুর: ভাংগা উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা সিরাজুল ইসলাম মাতুব্বরকে ধরে থানায় সোপর্দ করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভাংগা আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রাম থেকে তাকে ধরা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সিরাজুল ইসলাম মাতুব্বরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাতরাইল গ্রামের মেলায় আসেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। সেখানে সিরাজুলকে দেখা মাত্র তাকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। পরে সিরাজুলের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় উপস্থিত কয়েক হাজার জনতা মাদক বিক্রেতা সিরাজুলের বিচার দাবি করে স্লোগান দিতে থাকে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
সিরাজুল ইসলাম মাতুব্বরের নামে ভাংগা থানায় প্রতারণা এবং মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে, জানান আলমগীর হোসেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এটি