লালমনিরহাট: নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সেতুর একটি গার্ডার ভেঙে নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী সাইফুল ইসলাম(৪০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ও রংপুর জেলার গংগাচওড়া উপজেলার সংযোগস্থলে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
আহত প্রকৌশলী সাইফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে নির্মাণস্থল থেকে ২২ নম্বর ১৫৭ টন ওজনের গার্ডারটি মূল সেতুতে স্থাপনের সময় সেটি উপর থেকে নদীর চরে পড়ে গিয়ে চার টুকরো হয়ে যায়।
এ ঘটনার সময় ওই গার্ডারের উপরে থাকা নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী সাইফুল ইসলামও নিচে পড়ে গিয়ে আহত হন।
জানা গেছে, নির্মানাধীন সেতুটিতে এর আগে তিনটি গার্ডার স্থাপন করা হয়েছে। তবে, গত ১৫ নভেম্বর চতুর্থ গার্ডারটিও(১৭ নম্বর) স্থাপনের জন্য মূল সেতুতে নিয়ে যেতে ক্রেনে তুলতেই সেটি নিচে পড়ে গিয়ে ভেঙে যায়।
ঘটনাস্থল পরিদর্শনে আসা লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল আমিন বাংলানিউজকে জানান, ক্রেন শ্লিপ করেই মূলত বৃহস্পতিবারের দুর্ঘটনাটি ঘটেছে।
একই কথা জানান, নির্মাণকারী প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার সাধন কুমার সাহা।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
পিসি/