ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক পশলা শীত মেঘ

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এক পশলা শীত মেঘ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক পশলা মে‌ঘের ছোঁয়া দি‌য়ে রাজধানী‌তে নাম‌ছে আরও শীত। আ‌ছে কুয়াশাও।

নগরবাসী টের পেতে শুরু করেছে শীতের তীব্রতা।  

ভো‌রের জুবুথুবু শী‌তের স‌ঙ্গে বৃ‌ষ্টির স্নিগ্ধতার ছোঁয়া পে‌য়ে‌ছেন নগরবাসী। শীত যা‌দের কা‌ছে উপ‌ভো‌গের এ‌তে তারা পেয়েছেন বাড়‌তি সুখ।

শুক্রবার সকালটা ছিলো এমন-ই। কুয়াশা আর বৃ‌ষ্টির মি‌শে‌লে একটু স্যাঁতস্যাঁতে হ‌য়ে গে‌ছে রাস্তাঘাট। এজন্য প্র‌তি‌দি‌নের ম‌তো ধু‌লোবা‌লির ঝক্কি নেই।

আবহাওয়া পূর্বাভাস অনুযা‌য়ী উত্তরের জনপদ রাজশাহী রংপুরসহ সারাদেশেই বাড়‌তে থাক‌বে শীতের তীব্রতা। মৃদু শৈত্য প্রবাহের কারণে কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়াও থাক‌বে তার সঙ্গে। আর জানুয়ারির প্রথম সপ্তাহেই তীব্র শৈত প্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ত‌বে বৃ‌ষ্টি আর শীত যতই স্নিগ্ধতা বয়ে আনুক না কেন নগরজীব‌নে, তার সঙ্গে দু‌র্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮,২০১৫
এসএ/আরআই

** পৌষ মাসের শীতে রাজধানীতে হালকা বৃষ্টি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।