ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।



শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াপাথরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সেলিম নয়াপাথরিয়া গ্রামের টেনুর মিয়ার ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষে ছাত্র।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে নয়াপাথরিয়া গ্রামের টেনুর মিয়ার সঙ্গে একই গ্রামের তারা মিয়ার জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এ জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় দেশীয় অস্ত্রের আঘাতে সেলিমসহ সাতজন আহত হন। গুরুতর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে বানিয়াচং আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।