ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শনিবার পেশাজীবীদের সঙ্গে বসছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
শনিবার পেশাজীবীদের সঙ্গে বসছেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: পেশাজীবীদের সঙ্গে শনিবার (১৮ ডিসেম্বর) বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
এদিন রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।


 
চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান।
 
এরই মধ্যে বিএনপিপন্থী চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও  ব্যবসায়ী সংগঠনের নেতাদের বিএনপি অফিস থেকে ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
দলীয় সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপির করণীয়, পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থীদের জিতিয়ে আনতে পেশাজীবীদের ভূমিকা, সীমিত পরিসরে জাতীয় কাউন্সিল, দল পুনর্গঠন ও চলতি শুষ্ক মৌসুমে আন্দোলন কর্মসূচির ব্যাপারে পেশাজীবীদের মতামত গ্রহণের জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
 
এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন খালেদা।
 
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।