ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
খুলনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন’- প্রতিপাদ্য নিয়ে খুলনায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৫।

এ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।



প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে পৃথিবীর ৬০/৭০টি দেশে আমাদের প্রায় এক কোটি মানুষ কাজ করছে, যাদের মাধ্যমে ২৭ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স আসছে। এতে করে দেশের বেকার সমস্যা দূর করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

অভিবাসনকে একটি স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের লোকজন প্রধানত কর্মসংস্থানের জন্য বিদেশ যান। দেশের সীমানা এক ইঞ্চি বাড়ানো সম্ভব না হলেও কাজের মাধ্যমে আমরা সারাবিশ্বে স্থান করে নিতে পারি। এজন্য প্রয়োজন যোগ্যতা অর্জন ও টেকনিক্যাল কাজে পারদর্শী হওয়া।

তিনি আরও বলেন, গতানুগতিক শিক্ষার পরিবর্তে কারিগরী শিক্ষা অর্জনের ওপর জোর দিতে হবে। পাশাপাশি বিদেশি ভাষা তথা ইংরেজি ও আরবী ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। চাকরি নিয়ে বিদেশে যাওয়ার আগে পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম, ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইফতেখার আল মামুন এবং ব্রাকের ফিল্ড কোঅর্ডিনেটর আফরোজা খাতুন।  

স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, অভিবাসন মেলা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডক্যুড্রামা এবং প্রীতি ফুটবল ম্যাচ। খুলনা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। ব্রাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, টিটিসি, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, ডাচবাংলা ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যংক এতে সার্বিক সহায়তা প্রদান করে।

পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কালেক্টরেট প্রাঙ্গণে অভিবাসন মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

দিবসটি উপলক্ষে এর আগে খুলনা জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা,  ডিসেম্বর ১৮, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।