ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যানজট নিয়ন্ত্রণে সড়কে যানবাহন মেরামত বন্ধ করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
যানজট নিয়ন্ত্রণে সড়কে যানবাহন মেরামত বন্ধ করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়কের পাশে যানবাহন মেরামত করায় যানজটের সৃষ্টি হয়, যানজট মোকাবেলায় সড়কের পাশে যানবাহন মেরামত বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ১৪তম বার্ষিক সাধারণ সভা ও নব নির্বাচিত কমিটির (২০১৫-১৭) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সড়ক যোগাযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অটোমোবাইল খাতের গুরুত্বও বাড়ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এ খাতের শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান মিনার সভাপতিত্বে ও মহাসচিব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, সংগঠনটির প্রধান উপদেষ্টা এম. বেলায়েত হোসেন।

এছাড়াও সাবেক সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. মোল্লা মো. আবু কাওছার, সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই পরিচালক হারুন-উর-রশিদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।