ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে দেওয়ার দায়ে কনের বাবার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, ডিসেম্বর ১৮, ২০১৫
বাল্যবিয়ে দেওয়ার দায়ে কনের বাবার কারাদণ্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে কনের বাবা আলমগীর হোসেনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত আলমগীর উপজেলার গাঁড়াডোব গ্রামের আব্দুল মতিনের ছেলে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের ভয়ে বরের বাবা মেহেরুল ইসলাম পলাতক রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন বাংলানিউজকে বলেন, তিনমাস আগে গোপনে আলমগীর তার স্কুলপড়ুয়া মেয়েকে একই উপজেলার চিৎলা গ্রামের মেহেরুল হকের ছেলের মামুনের সঙ্গে বিয়ে দেন। সকালে আলমগীরের বাড়িতে অনুষ্ঠানিক ভাবে কনে তুলে দেওয়ার আয়োজন চলছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনের বাবাকে আটক করে।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।